স্টাফ রিপোর্টর: যশোর জেলার মণিরামপুরের কাশিপুর গ্রামে দুর্বৃত্তরা কুপিয়ে ও বোমা মেরে খুন করেছে শাহিনুর রহমান (৩৫) নামে যুবলীগের এক নেতাকে। তিনি খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ছিলেন। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবিরউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গল বিকেল সোয়া ৩টার দিকে শাহিনুর একটি মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে নিজ বাড়ি কাশিপুরে ফিরছিলেন। কাশিপুর মাদরাসার কাছে পৌঁছুলে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা মেরে শাহিনুরকে গুরুতর আহত করে চারটি মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ধারাল অস্ত্রের আঘাতে শাহিনুরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার ওসি মোল্লা খবিরউদ্দিন আহমেদ জানান, লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। শাহিনুর রহমান মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।