জনগণের জন্য কেউই রাজনীতি করছেন না

 

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ ও বিএনপির কেউই জনগণের জন্য রাজনীতি করছেন না। এ দু দলের প্রধান নেতা শুধু নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজমীরী ডিপার্টমেন্টাল স্টল ‌উদ্বোধন করতে এসে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে দেশের রাজনৈতিক সমস্যার সমাধানের বিষয়ে জানতে চাইলে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, এ সমস্যার সমাধান কীভাবে হবে, তা দু দলের নেতারাই ভালো করে জানেন। এ সমস্যার সমাধান তাদেরই করতে হবে।