স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রশীদুল হাসান গতকাল মঙ্গবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় চুয়াডাঙ্গা জেলায় কর্মরত দক্ষ অফিসারদের পুরস্কৃত করেছেন। খুন ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও প্রসিকিউশন দাখিলের ওপর ভিত্তি করে সভায় ডিসেম্বর মাসে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলী, সদর থানার সেকেন্ড অফিসার এসআই আমির আব্বাস, এএসআই তকিবুর রহমান, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ও টিএসআই ইউনুচ আলীকে পুলিশ সুপারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ত্রিমাসিক সভায় সদর থানার সেকেন্ড অফিসার আমির আব্বাস অসাধারণ, জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম আলী অতিউত্তম, সদর থানা এএসআই তকিবুর রহমান, দর্শনা আইসি তদন্ত মিজানুর রহমান ও টিএসআই ইউনুচ আলী অসাধারণ পুরস্কারে ভূষিত হন।
সভায় পুলিশ সুপার বলেন, দক্ষ অফিসারদের পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত থাকবে এবং এ পুরস্কার অফিসারদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। সভায় চুয়াডাঙ্গা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।