হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে সর্ববৃহৎ পেশাজীবী সংগঠনটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করে। গতকাল বেলা ১২টায় ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী এবং সেক্রেটারি সাইফুল আলমসহ অধ্যক্ষ মোক্তার আলী, অধ্যক্ষ শরিফুল ইসলাম ও অধ্যক্ষ রবজেল হোসেনের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের দফতরে শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপজেলার সকল কলেজ ও স্কুলের শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে অতীতের অন্যান্য পে-স্কেল বাস্তবায়নের ন্যায় ৮ম পে-স্কেল প্রদানকালে সরকারি চাকুরেদের সাথে একই সময়ে দেশের ২৭ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ৫ লক্ষাধিক শিক্ষক কর্মচারীর স্কেল প্রদানের জোর দাবি জানানো হয়।