আলমডাঙ্গা কৃষ্ণপুরে অপরাধ দমন বিষয়ক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্প ও ইউনিয়ন পরিষদের আয়োজনে অপরাধ দমন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেহালা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষ্ণপুরে অনুষ্ঠিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা ও অপরাধ দমন বিষয়ে আলোচনা করা হয়। জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত নাজমুল হুদা, সেকেন্ড অফিসার এসআই জুয়েল ইসলাম, এসআই জিয়াউর রহমান, পল্লি বিদ্যুত এলাকার নবনির্বাচিত পরিচালক খলিলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম, আনিচ আলী মাস্টার ও মুন্সিগঞ্জ ক্যাম্প ইনচার্জ এএসআই মিজান। উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসেম মাহমুদ, মতিয়ার রহমান, আমিরুল হক, মিনারুল, আজিজুল, সানোয়ার হোসেন, আবুল কালাম, আলম প্রমুখ।

প্রধান বক্তা বলেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা প্রশাসনের পাশাপাশি সকল জনগণের নৈতিক দায়িত্ব। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাই অপরাধ দমনে স্থানীয় জনগণকে প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে হবে। সন্ত্রাসী-ভূমিদস্যুদের দলীয় কোনো পরিচয় নেই। অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।