স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বড়বাগ গ্রামে সালিসের রায় শুনে ভুক্তভোগী মইজ উদ্দিন নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মইজ উদ্দিনের (৫২) স্ত্রীর সাথে মুরগির ডিম নিয়ে প্রতিবেশী আবদুল মজিদের পরিবারের লোকজনের সংঘর্ষ হয়। এ ঘটনাটি আপস-মীমাংসার লক্ষ্যে গতকাল রবিবার বিকেলে মজিদের বড় ভাই ইসলাম উদ্দিনের বাড়িতে আব্দুল মজিদ আকন্দের সভাপতিত্ব অনুষ্ঠিত সালিস দরবারে ঈশ্বরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. শহীদুল ইসলামসহ গ্রামের অনেকেই উপস্থিত ছিলেন। সালিসে আবদুল মজিদ কথা বললেও মইজ উদ্দিনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। সংঘর্ষের ঘটনায় ক্ষতিপূরণের জন্য মইজ উদ্দিনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। নিহতের স্ত্রী মালেকা খাতুনের অভিযোগ, সালিসের রায় শোনার পর থেকে তার স্বামী অপমানবোধ করে সবার সাথে কথা বলা বন্ধ করে দেন। সকালে সকালে মইজ উদ্দিনের মৃতদেহ আবদুল মজিদের বাড়ির কাছের একটি কাঁঠাল গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।