জাবি ভিসির বাসভবেন ককটেল হামলা : ছাত্রদল নেতা আটক

স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনে ককটেল হামলা চালনো হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতাকে ছাত্রলীগকর্মীরা ধরে পুলিশে দেয়। সোমবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার সহায়তার এক জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। আটক ছাত্রদলকর্মী অসীম আহমেদ অনিক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং শহীদ রফিক-জব্বার হলের যুগ্ম আহ্বায়ক। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই হলের আরেক যুগ্ম আহ্বায়ক সাকিব হোসাইনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা জানান, আটক ছাত্রদলকর্মীকে পুলিশে সোর্পদ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তবে এ ব্যাপারে মামলা করা হবে কি-না এ ব্যাপারে কিছু জানাননি তিনি।