স্টাফ রিপোর্টার: দু একদিনের মধ্যে দেশে বন্ধ থাকা পাঁচটি ইন্টারনেট সেবা ট্যাঙ্গো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন সেবা বন্ধ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, দু একদিনের মধ্যে ভাইবার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের ভয়েস ও মেসেজিং সেবা আগের মতো চালু হবে। গতকাল সোমবার সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেটের এসব সেবা গ্রহণকারীকে শনাক্ত করার যন্ত্র বসানো হচ্ছে। সেটি হলেই এসব সেবা আগের মতো পাওয়া যাবে। খালেদা জিয়ার অবরোধ চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, তারা আশা করেছিলেন খালেদা জিয়া অবরোধের নামে নাশকতার পথ থেকে সরে আসবেন বলে ঘোষণা দেবেন। কিন্তু তিনি তা না করায় প্রশাসন আরও সতর্ক হবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভাইবার ও ট্যাঙ্গো গত রোববার রাত ১২টার পর খুলে দেয়া হলেও সোমবার দুপুর থেকে সবগুলো সেবা আগামী ২১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।