মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে নতুন বিজিবি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর বিজিবির আঞ্চলিক (রিজিওয়ান) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ সহিদুল ইসলাম উপস্থিত থেকে ক্যাম্পের ফলক উন্মোচন করেন। কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ, জিপ্লাস ও অপারেশনাল অফিসার মেজর মেহেদী হাসান, মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, এলাকাবাসীসহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। ইছাখালী নতুন বিওপি স্থাপনের ফলে মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশরোধ করাসহ সীমান্ত টহল সহজ হবে বলে জানান যশোর বিজিবি রিজিওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ সহিদুল ইসলাম।