মেসির হ্যাটট্রিকে বার্সার জয়

মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসিও হ্যাটট্রিকে দেপোর্টিভো লা করুনিয়ার বিপক্ষে  ৪-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে মেসি-নেইমাররা। ম্যাচের ১০ মিনিটে ইভান রাকেটিকের সহায়তায় বল জালে জড়ান লিওনেল মেসি (১-০)। ৩৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি বার্সাকে এগিয়ে নেন ২-০ গোলে। এবার মেসিকে গোলে সহায়তা করেন লুইস সুয়ারেজ। বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে মেসি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
বার্সেলোনার আক্রমণে দিশেহারা দেপোর্টিভোর সিডনি ম্যাচের ৮৩ মিনিটে নিজেদের জালেই বল জড়ান। আর বার্সেলোনার জয় নিশ্চিত হয় ৪-০ গোলে। এর আগে গেটাফের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করে রিয়ালকে জিতিয়েছেন। ফলে ১৯ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। আর ১৮ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান সবার শীর্ষে। ১৯ ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

এ ম্যাচে হ্যাটট্রিকের মধ্য দিয়ে বার্সেলোনার হয়ে নিজের ৩০তম হ্যাটট্রিক করলেন মেসি। আরে লা লিগায় এটা তার ২২তম হ্যাটট্রিক। দেপোর্টিভোর বিপক্ষে করা ৩ গোলের সুবাদে লা লিগার চলতি মরসুমে মেসির গোলসংখ্যা দাঁড়ালো ১৯ এ। ২৮ গোল নিয়ে সবার শীর্ষে রয়েছেন রোনালদো। ১২ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার।