জীবননগর ব্যুরো: অবরোধে সহিংসতা ঘটনার আশঙ্কায় জীবননগর থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গত রোববার রাতে উপজেলার সেনেরহুদা গ্রামে অভিযান চালিয়ে জামায়াতকর্মী আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার তাকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। থানাসূত্রে জানা যায়, বিএনপির টানা অবরোধ ও হরতালে ভাঙচুরসহ সহিংসতা ঘটাতে পারে এমন আশঙ্কায় পুলিশ উপজেলার সেনেরহুদা গ্রামে অভিযানে নামে। এ সময় পুলিশ ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে জামায়াতকর্মী আব্দুল হাকিমকে গ্রেফতার করে।