বাংলাদেশে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ

স্টাফ রিপোর্টার: নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেটের জনপ্রিয় অ্যাপস ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইলফোন অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের চিঠি পাঠিয়ে এই দুই মেসেজ ও ভয়েস সার্ভিস বন্ধের নির্দেশ দেয়। বিটিআরসি সেক্রেটারি সরোয়ার আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের প্রেক্ষিতে সীমিত সময়ের জন্য সেবাটি বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, বিটিআরসি থেকে বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়ে ভাইবার ও ট্যাঙ্গো সার্ভিস বন্ধ রাখার বিষয়টি জানানো হয়েছে। গতকাল রোববার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ভাইবার বন্ধ রাখার কথা জানানো হয়। পরে অবশ্য এ সময়সীমা সোমবার দুপুর ১২টা পর্যন্ত বাড়িয়েছে বিটিআরসি। এরপর সেবাটি আবারো চালুর রাখার কথা রয়েছে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে ফ্রি মেসেঞ্জার ও ভয়েসের মাধ্যম হিসেবে ভাইবার ও ট্যাঙ্গো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। একটি সূত্র জানায়, অবরোধ চলাকালীন সময়ে আত্মগোপনে থাকা  বিরোধীদলের নেতাকর্মীসহ দুষ্কৃতীদের অবস্থান শনাক্ত করতে হিমসিম খাচ্ছিলো সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। যৌথ অভিযান পরিচালনার জন্য ভাইবার বন্ধ করা হয়েছে বলে বিটিআরসির একটি সূত্র আভাস দিয়েছে।