আজ বসছে সংসদ অধিবেশন

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার মধ্যে শুরু হতে যাচ্ছে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। আজ সোমবার বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এই অধিবেশন ২০১৫ সালের প্রথম অধিবেশন। বিধান অনুযায়ী রাষ্ট্রপতি বছরের প্রথম এই অধিবেশনে ভাষণ দেবেন। এরপরই অধিবেশন মুলতবি করা হবে। ২০১৪ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম সংসদ। পঞ্চম অধিবেশন যখন বসতে চলেছে তখন আগাম নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন সারাদেশে জোটের অবরোধ চলছে। রেওয়াজ অনুযায়ী আজ সংসদের উত্তর প্লাজা দিয়ে প্রবেশ করবেন রাষ্ট্রপতি। ৬৫ হাজার বর্গফুটের এই জায়গা মূলত রাষ্ট্রপতির প্রবেশের জন্য তৈরি করা। প্রায় ৫ বছর পর গত বছরের ২৯ জানুয়ারি এখান দিয়ে সংসদে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে ২০০৯ সালের ২৫ জানুয়ারি এই জায়গা দিয়ে সংসদে প্রবেশ করেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। ওই দিন নবম সংসদের যাত্রা শুরু হয়েছিলো। সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর আশরাফুল হক জানান, ‘মহামান্য রাষ্ট্রপতি এবার নর্থ প্লাজা দিয়ে সংসদে ঢুকবেন। এ কারণে পুরো নর্থ প্লাজায় সাজসজ্জার কাজ করা হচ্ছে।’