স্টাফ রিপোর্টার: আগামী ২১ জানুয়ারির মধ্যে অবরোধ প্রত্যাহার না করলে ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। হরতাল-অবরোধের নামে বাসে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা মেরে শ্রমিক, যাত্রী হত্যাকারীদের গ্রেফতার ও আইন করে হরতাল বন্ধের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। কর্মসূচি ঘোষণা করে সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত জোট প্রতিদিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে যাচ্ছে। বোমা মেরে তারা সাধারণ মানুষ, হেলপার, ড্রাইভারদের পুড়িয়ে মারছে। তিনি জানান, ২২ জানুয়ারি সকাল ১০টায় গুলশানে সমাবেশ করবে শ্রমিক লীগ। এরপর খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করা হবে।