শ্যালোইঞ্জিনের ফিতেয় জড়িয়ে জামজামির সাপুড়ে গুরুতর আহত

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা জামজামির খামারপাড়ার সাপুড়ে মসলেম আলী (৬৫) শ্যালোইঞ্জিনের ফিতেয় জড়িয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে ছাগল চরানোর সময় অসাবধানতায় গায়ের চাঁদর শ্যালোইঞ্জিনের ফিতেয় আটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি মৃত খোরশেদ আলী মালিতার ছেলে।