শামসুজ্জামান দুদুকে রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ

 

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে গতকাল রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ সোমবার তাকে কাশিমপুর কারাগারে নেয়া হতে পারে।

জানা গেছে, শামসুজ্জামান দুদুকে গত ১১ জানুয়ারি ঢাকার মিরপুর থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পরদিন থেকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। কেন্দ্রীয় জেলহাজতে নেয়া হয়। আজ তাকে কাশিমপুর কারাগারের হাজতখানায় নেয়া হতে পারে। সংশ্লিষ্টসূত্র এরকমই তথ্য দিয়েছে।