চুয়াডাঙ্গা প্রেসক্লাবে প্রেসব্রিফিঙে বিজিবি’র পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান

নাশকতারোধে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ

 

স্টাফ রিপোর্টার: যেকোনো এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনের আহ্বানে পুলিশ এবং বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক প্রেসব্রিফিঙে বিজিবি-৬’র পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান দৃঢ়তার সাথে এ উক্তি ব্যক্ত করে বলেছেন, দেশের যেকোনো নৈরাজ্যকর পরিস্থিতিতে বিজিবি’র কর্তব্য জনগণের পাশে দাঁড়ানোর।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রেসব্রিফিঙে বিজিবি-৬’র পরিচালক লিখিত বক্তব্যে উপস্থিত প্রেসক্লাব সভাপতিসহ সকল সদস্যকে সালাম জানিয়ে বলেন, চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিজিবির ভূমিকা সম্পর্কে আপনাদের মাধ্যমে সকল জনগণকে অবহিত করার জন্য আজকের এই প্রেসব্রিফিং। সকলে অবহিত আছেন যে, দেশের যেকোনো নৈরাজ্যকর পরিস্থিতিতে বিজিবির কতর্ব্য জনগণের পাশে দাঁড়ানো। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিজিবির দক্ষতা ইতোমধ্যে দৃঢ়ভাবে প্রমাণিতও। যার উদাহরণ বিগত ২০১৩ ও ২০১৪ সালে দেখেছেন।

প্রেসব্রিফিঙে বলা হয়, যেকোনো এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনের আহ্বানে পুলিশ এবং বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করাসহ গাড়ি চলাচলে নিরাপত্তা প্রদান, জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, সার ইত্যাদি সরবরাহে সহায়তা করতে সদা প্রস্তুত আমরা। আমাদের দায়িত্বপূর্ণ এলাকা চুয়াডাঙ্গা জেলার যেকোনো স্থানে নাশকতারোধে প্রয়োজনীয় জনবল, সরঞ্জামাদি ও প্রশিক্ষণ আমাদের রয়েছে। এছাড়াও রয়েছে বিগত দিনগুলোর অভিজ্ঞতা। আমরা শুধু চাই সকল সাংবাদিকসহ চুয়াডাঙ্গার সর্বস্তরের শান্তিকামী জনগণের আকুণ্ঠ সমর্থন।

বিজিবি পরিচালক বলেন, সাংবাদিকদের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার সকল জনগণকে আবারো আশ্বস্ত করতে চাই যে, বিজিবি আপনাদের বন্ধু। মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা দেশের জন্য এবং জনগণের জন্য একশ ভাগ কাজ করার চেষ্টা করে আসছি। অভিষ্যতেও এর কোনো ব্যতায় ঘটবে না।

বিজিবি-৬’র পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, সীমান্ত প্রহরায় যথাযথভাবেই দায়িত্ব পালন করা হচ্ছে। কোনো প্রকারের চোরাচালান হচ্ছে না। হতে দেয়া হবে না। তাছাড়া কেউ যাতে কোনোভাবেই নাশকতায় ব্যবহারের জন্য ওই ধরনের কিছু আনতে না পারে সেদিকেও বাড়তি বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। দেশের স্বার্থে, দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় বিজিবি সব সময়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে।

প্রেসব্রিফিঙে বিজিবি-৬’র সেকেন্ড ইন কমান্ড তথা সহকারী পরিচালক মেজর আনোয়ার জাহিদ, প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় পত্রপত্রিকার প্রতিনিধি, প্রিন্ট ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি-৬’র পরিচালক বলেন, বেসামরিক প্রশাসনের আহ্বানে বিজিবি সদস্যরা পুলিশের পাশাপাশি যানবাহন চলাচলে নিরাপত্তা প্রদানের কাজ করে আসছে। প্রতিদিনই মেহেরপুর ও চুয়াডাঙ্গা থেকে বেশ কিছু দূরপাল্লার কোচ ও মালামাল বহনকারী ট্রাক মাগুরা পর্যন্ত পৌঁছে দেয়া হচ্ছে। মাগুরা থেকে বিশেষ প্রহরায় তা গন্তব্যে পৌঁছুনোরও ব্যবস্থা করছে প্রশাসন। কোনো কৃষক বা কৃষিপণ্য বহনকারী ট্রাক এ ধরনের সহযোগিতা চাইলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। কোনো প্রকারের নাশকতা কোনোভাবেই মেনে নেয়া হবে না। বিজিবি সকল প্রকারের নিরাপত্তা প্রদানে প্রস্তুত।

Leave a comment