খালেদা জিয়ার কার্যালয়ের সামনে লাইভ ক্যামেরা

 

স্টাফ রিপোর্টার: গুলশানের নিজ কার্যালয়ে ১৬ দিন ধরে অবরুদ্ধ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার সকাল থেকে সেখানে বাড়ানো হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে লাইভ ক্যামেরা। এর আগে শনিবার রাতে কার্যালয়ের মূল গেটে তালা লাগানো হলেও রোববার তা আবারও খুলে দেয়া হয়। রোববার সন্ধ্যা পর্যন্ত কার্যালয়ের ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ। মহিলা দল নেত্রীরা খাবার নিয়ে তার সাথে দেখা করতে আসলেও পুলিশ বাধা দেয়।

কার্যালয়ের সামনের রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে অন্যদিনের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের সদস্য সংখ্যাও। আনা হয়েছে দাঙ্গা পুলিশ। লোকজন চলাচলে আরোপ করা হয়েছে কড়াকড়ি। এখনও কার্যালয়ের মূল ফটকের উত্তর পাশে পুলিশের পিকআপ ভ্যান ও দক্ষিণ পাশে জলকামান আড়াআড়িভাবে রেখে বন্ধ রাখা হয়েছে সড়কটি। রোববার সকাল থেকেই পুরো গুলশান এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলে পুলিশ। ৮৬ নম্বর রোডে অবস্থিত খালেদা জিয়ার কার্যালয় ও আশপাশের সড়কের প্রবেশমুখে মোতায়েন করা হয় পুলিশ। মোটরসাইকেল, বাইসাইকেল, সিএনজি অটোরিকশা, রিকশা, রিকশা ভ্যান, কাভার্ড ভ্যান নিয়ে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়।

ডিএমপির পক্ষে রোববার থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ডিএমপির মিডিয়া সেন্টারের লাইভ ক্যামেরা স্থাপন করে পুলিশ। এর মাধ্যমে কার্যালয়ের সার্বিক চিত্র ও তথ্য সরাসরি ডিএমপি সদর দফতর অবহিত হচ্ছে। এ ব্যাপারে পুলিশ সদস্য মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, এখানকার সার্বিক চিত্র ডিএমপির মিডিয়া সেন্টারকে সরাসরি জানাতেই এ উদ্যোগ। বিশেষ বিশেষ দিনে তারা এ ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন। আজ রোববার এ এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে কার্যালয়ের সার্বিক চিত্র ডিএমপি মিডিয়া সেন্টারকে অবহিত করা হয়।