দামুড়হুদা প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে সাবেক সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে জেলার সহকারী রিটার্নিং অফিসার আব্দুল মান্নান নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াছির আরাফাত লেমনসহ ১৭ জন নির্বাচিত প্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়।