জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সেনেরহুদা যুবসঙ্ঘ কর্তৃক আয়োজিত আমিনুল হক বকুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা গতকাল শনিবার উথলী বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্বের খেলায় সেনেরহুদা যুবসঙ্ঘ ও জীবননগর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় সেনেরহুদা যুবসঙ্ঘের পক্ষে সাহারুল একটি গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় জীবননগর ফুটবল একাদশের পক্ষে মিঠু ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। পরবর্তীতে কোনোপক্ষই আর গোল করতে না পারায় খেলা শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে সেনেরহুদা যুবসঙ্ঘ ৪-২ গোলে জীবননগর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা শেষে সেনেরহুদা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, আয়েশা সুলতানা লাকি, জাহাঙ্গীর আলম, আব্দুল হান্নান, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম ও আব্দুল হাই। এছাড়া অনুষ্ঠানে আতিয়ার রহমান, কফিল উদ্দীন, লুৎফর রহমান লুতু, আব্দুস সালাম ঈশা, খায়রুল বাশার শিল্পু, জুয়েল, শামিম, ছোট বাবু উপস্থিত ছিলেন।