কোটচাঁদপুরে অবাধে বিক্রি হচ্ছে নোটবই

 

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষা বছরের শুরুতেই বইয়ের দোকানগুলোতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট-গাইড, সহায়ক ও নকল পাঠ্যবই। লেকচার পাবলিকেশন্স, কাজল ব্রাদার্স লিমিটেডের অনুপম সিরিজ, পাঞ্জের, পপি গাইড, একের ভেতর সব, আশার আলো, ক্যাপ্টেন, অক্সফোর্ড, প্রজাপতি, ইংলিশ, পুথিনিলয়, জুপিটর ও কম্পিউটারসহ বিভিন্ন নামের নোট বই বাজারে বিক্রি হচ্ছে। স্থানীয় বইয়ের দোকান মালিকরা ইতোমধ্যে এসমস্ত গাইড বই শতর্কতার সাথে মজুদ করেছেন। শিক্ষার্থীরা পছন্দের নোটবই নিতে চাইলে দোকান মালিকরা গোপন স্থান থেকে তাদের নোট বই এনে দিচ্ছেন। কোটচাঁদপুরে বইয়ের দোকান মালিকরা এভাবে নিষিদ্ধ নোটবই বিক্রি করে চলেছেন। এখানে নিষিদ্ধ নোট ও সহায়ক বই বিক্রি ওপেন সিক্রেট।

সূত্র জানায়, নোট বই কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের লোভনীয় কমিশন ও ডোনেশন দিয়ে ম্যানেজ করেছেন। শিক্ষকরা কমিশন ও ডোনেশন পেয়ে শিক্ষার্থীদের নোট ও সহায়ক বই কিনতে প্রলুব্ধ করছেন। কোচিং ও স্কুল শিক্ষকদের চাপে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা উচ্চ মূল্য দিয়ে গাইড ও সহায়ক বই কিনতে বাধ্য হচ্ছে। অবৈধ নোটবই জব্দে প্রশাসনের তৎপরতা না থাকার সুযোগে শিক্ষা বর্ষের শুরুতে শিক্ষক সমিতি, শিক্ষক আর বইয়ের দোকান মালিকরা একাট্টা হয়ে নোট বই ব্যবসায় মাঠে নেমেছেন।