মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে হনুমানের হামলায় হাসান (১২) নামের এক কিশোর আহত হয়েছে। আহত হাসান মনোহরপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে মনোহরপুর গ্রামে একদল হনুমান প্রবেশ করে। এ সময় হাসানসহ একদল কিশোর হনুমানের পিছনে ধাওয়া করলে একটি হনুমান ছুটে এসে হাসানের ডান পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেডিকেল অফিসার শাহিনুজ্জামান জানান, আহত হাসানের পায়ে ৫টি সেলাই হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।