মেহেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট লীগের উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে জাতীয় স্কুল ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সরকারি কলেজমাঠে স্কুল ক্রিকেট লিগের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। উদ্বোধনী দিনে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোকাবেলা করে। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। স্কুল ক্রিকেট লিগে জেলার ৮টি বিদ্যালয় অংশ নিচ্ছে। ২৯ জানুয়ারি লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।