স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিমরুল্লার সোহাগকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার সকালে তাকে ধরে পুলিশে দেয়া হয়। সে এসএম মামুনের ছেলে। পুলিশ বলেছে, স্থানীয় জনগণ তাকে চোর সন্দেহে ধরে সদর থানা পুলিশে দেয়। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের আদেশে তাকে একই এলাকার জেলহাজতে নেয়া হয়েছে।