মাথাভাঙ্গা মনিটর: বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন দু জেহাদি নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বারবিয়েস নামক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে তৃতীয় অপর এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র জব্দ করেছে পুলিশ। দেশটির আইন কর্মকর্তা এরিক ভান দের সিপ্ট সাংবাদিকদের বলেন, সিরিয়া ফেরত সন্দেহভাজন কয়েকজন জেহাদি হামলার পরিকল্পনা করছিলো। তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিতে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালায়। তিনি আরো বলেন, পুলিশ দেখা মাত্র সন্দেহভাজনরা গুলি ছুঁড়তে শুরু করেছিলো। ব্রাসেলসে সারারাত অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বারবিয়েস এলাকায় অভিযান সম্পর্কে সিপ্ট বলেন, সন্দেহভাজনরা মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছুক্ষণ কেন্দ্রীয় পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের ওপর সমরাস্ত্র দিয়ে গুলি ছোঁড়ে ও হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। অভিযান শেষে চারটি কালাশিনিকভ, বোমা তৈরির সরঞ্জাম এবং পুলিশের পোশাক পাওয়া যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ব্রাসেলস এবং আশপাশের শহরগুলোসহ দেশটির বিভিন্ন এলাকায় অন্ততপক্ষে ১০টি অভিযান চালানো হয়েছে।