স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়া ছাগলাপাড়ার আক্তার হোসেনের দু ছেলে শফিকুল ইসলাম ও কালুকে পুলিশ গ্রেফতার করেছে। গতরাত ৮টার দিকে দু সহোদরকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি ডিসকভারি মোটরসাইকেল।
পুলিশ বলেছে, চোরাই মোটরসাইকেল সন্দেহে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে। অপরদিকে গ্রেফতারকৃত দু ভাই বলেছে, মোটরসাইকেলটি সম্প্রতি তাদের অপর ভাই ভারত সীমান্তবর্তী এলাকা থেকে টাকা দিয়ে কিনে এনেছেন। পুলিশ বলেছে, মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে পারেনি।