মাথাভাঙ্গা মনিটর: বিফলে গেল নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের দারুণ শতক। তিলকারত্নে দিলশানের পাল্টা শতকে স্বাগতিকদের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। গতকাল বৃহস্পতিবার হ্যামিল্টনে পাওয়া এ জয়ে ৭ ম্যাচের সিরিজে ১-১-এ সমতা আনলো সফরকারীরা। টস জিতে ব্যাট করতে নেমে ম্যাককালামের শতকে ৫০ ওভারে ২৪৮ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। দিলশানের শতকে ১৪ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৩৫ রানে প্রথম উইকেট হারানো নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। তবে ম্যাককালামের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিলো স্বাগতিকরা। ৯৯ বলে ১২টি চার ও ৫টি ছয়ে ১১৭ রান করেন ম্যাককালাম। তৃতীয় উইকেট জুটিতে রস টেইলরের সাথে ৮৫ রানের জুটি গড়ে ম্যাককালাম আউট হন। এরপর নিউজিল্যান্ডের ইনিংসের ওপর দিয়ে যেন একটা ঝড়ই বয়ে যায়। ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ৩ উইকেটে ১৭১ থেকে তাদের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২০৭। একে একে ফিরে যান ড্যানিয়েল ভেটোরি, টেইলর, লুক রনকি, কোরি অ্যান্ডারসন ও নাথান ম্যাককালাম। এই ৫ ব্যাটসম্যানের ৪ জনই হন রানআউট। শেষ পর্যন্ত তাই বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন হেরাথ ও সাচিত্রা সেনানায়েকে। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করে শ্রীলঙ্কা। দু উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ও দিলশান মিলে তোলেন ৬৪ রান। শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৭টি চারে ১২৭ বলে ১১৬ রান করেন ম্যাচ সেরা দিলশান। এছাড়া কুমার সাঙ্গাকারা ৩৮ আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস অপরাজিত ৩৯ রান করেন। সব মিলিয়ে ৪৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ডের পক্ষে ৩৪ রানে ২ উইকেট নেন ম্যাট হেনরি। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে আগামী শনিবার অকল্যান্ডে। সিরিজ: ৭ ম্যাচের সিরিজে ১-১-এ সমতা।