মহেশপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর মেন বাসস্ট্যান্ড কলেজ মার্কেটে মাইওয়ান মাই চয়েজের ৪২তম শোরুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালেহ আহম্মেদ সুমন, ইনভেস্টর আব্দুল মালেক, বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, নেপা ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও ব্যবসায়ীগণ।