জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আলীপুর থেকে অপহৃত স্কুলছাত্রী রুমি খাতুনকে (১৫) গত বুধবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলিপুর গ্রামের কাজি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের আব্দুর রবের ছেলে হযরত আলীকে (২০) আটক করা হয়েছে। অপহৃত স্কুলছাত্রী জীবননগর উপজেলার আলীপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, গত বুধবার সকালে রুমি খাতুন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে হযরত আলীসহ ৩-৪ জন তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই দিন বিকেলে অপহৃতের পিতা আব্দুর রহমান জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।