প্রীতি ক্রিকেট খেলায় দামুড়হুদার ভগিরথপুর ৪ উইকেটে জয়ী

 

তৌহিদ তুহিন: দামুড়হুদার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলমাঠে ভগিরথপুর ও দলক্ষা-লক্ষ্মীপুর গ্রামের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বধুবার ৩টার দিকে এ খেলা শুরু হয়। খেলায় টসে জিতে সব উইকেট হারিয়ে ১৫ ওভারে দলক্ষা-লক্ষ্মীপুর ৯৪ রান করে। প্রতিপক্ষকে পরাজিত করতে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভগিরথপুর একাদশ ৪ উইকেটে জয়লাভ করে। খেলাটি পরিচালনা ছিলেন কারিমুল ইসলাম ও সুজন আলী।