দামুড়হুদার হরিয়ামপুর দেবর-ভাবীর গোপন অভিসার : স্ত্রীকে তালাক দিলেন দেওয়ান আলী

 

ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদার হরিয়ামপুরে বড় ভাবীর সাথে অভিসারের কথা ফাঁস করায় ৭ মাসের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছেন দেওয়ান আলী। বিষয়টি এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বিচারের আশায় পথে পথে ঘুরছেন তালাকপ্রাপ্ত স্ত্রী রোকেয়া খাতুন রিপা।

কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের আনসার আলীর মেয়ে কলেজছাত্রী রোকেয়া খাতুন রিপা অভিযোগ করে বলেছেন, ৭ মাস আগে তার বিয়ে হয় একই ইউনিয়নের হরিয়ামপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে দেওয়ান আলীর (৩৬) সাথে। রোকেয়ার স্বামী দেওয়ান আলী তার সাথে খারাপ ব্যবহার শুরু করলে রোকেয়ার সন্দেহ হয়। এক পর্যায়ে বড় ভাই সরন আলীর স্ত্রী কাজল রেখার (ভুতি) সাথে অবৈধ সম্পর্ক দেখে ফেলেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে রোকেয়ার ওপর মিথ্যা দোষ চাপিয়ে গত ১৮ ডিসেম্বর তালাক দেন। তালাকপত্র হাতে পেয়ে দিশেহারা হয়ে পড়েন হতদরিদ্র ঘরের মেয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী রোকেয়া খাতুন রিপা। কোনো উপায়ান্তর না পেয়ে পথে পথে ঘুরছেন বিচারের আশায়। দেওয়ান আলী প্রভাবশালী ঘরের সন্তান হওয়ায় মামলা করতে সাহস পাচ্ছেন না রিপা খাতুন। এ বিষয়ে মানবাধিকার সংস্থা ও প্রশাসনের সৃদৃষ্টি কামনা করেছেন তিনি।