টিপ্পনী

খবর: : (মেহেরপুরে পরিবারের লোকজনকে বেঁধে ৫ বাড়িতে ডাকাতি)

চোর-ডাকাতের ডেরায় আছি
কখন কী হয় চুরি,
বিপদ এলে হই কুপোকাত
কিসের জারিজুরি।

হয় লুটপাট জিনিসপাতি
কখনো হই খুন,
আসল কথা বললে আবার
মুখ কারো হয় চুন।

ঘুম আসে না দিনের বেলায়
ঘুম আসে না রাতে,
বাস করি ভাই খাঁচার ভেতর
বাঘ-কুমিরের সাথে।

আহাদ আলী মোল্লা।