জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। সাধারণ সম্পাদক আবুল হাশেম ও অর্থ সম্পাদক পদে কবির আহাম্মদ তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় সাধারণ সম্পাদক পদে আ.ফ.ম সালাউদ্দিন কবীর ও অর্থ সম্পাদক পদে আসাদুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
তবে সভাপতি পদে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় কেবল এ পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন উথলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের চেয়ার প্রতীকের বিরুদ্ধে। ইতঃপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন- সহসভাপতি-১ পদে পাভেল মেহমুদ আব্দুর রব, সহসভাপতি-২ পদে ইঊছুফ আলী, সহকারী সম্পাদক পদে জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আশাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল আলেক, সমাজ কল্যাণ সম্পাদক পদে হাসান ইমাম, ধর্ম সম্পাদক পদে মুহাম্মদ আব্দুস ছালাম, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক পদে নূর কুতুবুল আলম, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে রফিকুল ইসলাম, দফতর সম্পাদক পদে রেজাউল ইসলাম ও প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম।