ইসলামের বিরুদ্ধে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ : ফ্রান্স
মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্স মুসলিমদের বিরুদ্ধে নয়, চরমপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে, বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালাস। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার ফ্রান্সের জাতীয় পরিষদে দেয়া ভাষণে তিনি আরো বলেছেন, প্যারিসে ১৭ জনকে হত্যা করে ইসলামপন্থি বন্দুকধারীরা ফ্রান্সের মনোবলকে হত্যা করতে চেয়েছিলো, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। গেলো সপ্তার জঙ্গি হামলায় সাতজন নিহতের শেষকৃত্য শেষ হওয়ার পর এ বক্তৃতা দেন তিনি। ওই জঙ্গি হামলার পর মার্সাই’য়ের জাতীয় পরিষদে মঙ্গলবার প্রথমবারের মতো মিলিত হয়েছিলেন ফ্রান্সের আইনপ্রণেতারা। অধিবেশনের শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, এরপর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অধিবেশন শুরু হয়। অধিবেশনে উপস্থিত সদস্যদের উদ্দেশে ভ্যালাস বলেন, ফ্রান্সজুড়ে বিশাল সংহতি সমাবেশগুলোতে লাখ লাখ মানুষের উপস্থিতি সহিংসতার বিরুদ্ধে অভূতপূর্ব প্রতিক্রিয়া। এরপর তিনি বলেন, আমরা জিহাদিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত, কিন্তু ফ্রান্স ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছে না। সাম্প্রতিক ওই জঙ্গি হামলা থেকে ফরাসি সরকারের পাওয়া শিক্ষা থেকে গ্রহণ করা অনেকগুলো পদক্ষেপ একে একে তুলে ধরেন তিনি। এসব পদক্ষেপের মধ্যে কারাগারে জিহাদি বন্দিদের জন্য বিশেষ কোয়ার্টার তৈরি করা এবং ইন্টারন্টে ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কঠোর নজরদারির ব্যবস্থার বিষয়গুলোও আছে।