যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক

 

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিলিটারি কমান্ড বা সেন্টকমের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ইসলামিক স্টেট বা আইএস’র হয়ে সাইবার খিলাফত নামের একটি সংগঠন এ কাজ করেছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনাকে মার্কিন সাইবার জগতে চালানো একটি ধ্বংসাত্মক কর্ম হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সেন্টকম’র টুইটার ফিডে ঢুকে হ্যাকাররা লিখেছে- মার্কিন সৈন্যদল, আমরা আসছি, এবারে নিজেদের সামলাও। পাশাপাশি, কয়েকজন সেনা কর্মকর্তার নামের একটি তালিকা, তাদের ফোন নম্বর এবং মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু ডকুমেন্ট-ও প্রকাশ করা হয়েছে। তবে সেখানে ক্লাসিফাইড বা গোপনীয় কোনো তথ্য প্রকাশিত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, এ ঘটনাটি বিব্রতকর, কিন্তু নিরাপত্তার জন্য উদ্বেগজনক নয়। হ্যাক করা অ্যাকাউন্টগুলোতে যে সমস্ত তথ্য, ছবি ও গ্রাফ প্রকাশ করা হয়েছে সেগুলোকে অপটু বা অপেশাদার-ই মনে হচ্ছে। কেননা যে সমস্ত তথ্য তারা প্রকাশ করেছে সেগুলোর বেশির ভাগই কোনো অপ্রকাশিত তথ্য নয়। বরং এখানে এমন অনেক কিছুই পোস্ট করা হয়েছে যা ইন্টারনেটে আগেই ছিলো। হ্যাকিঙের এ ঘটনাটি এমন একটি সময়ে ঘটলো যখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে একটি বক্তব্য দিচ্ছিলেন।