মাথাভাঙ্গা মনিটর: এক বছর বয়সী একটি মেয়ে শিশুর হাতে বন্দুক ধরিয়ে দিয়ে তাকে মুখ দিয়ে গুলির শব্দ করতে বলছে বাবা-মা! এক ভিডিওতে এ দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে পুলিশ। শিশুটির ২২ বছর বয়সী মা টনি উইলসন এবং তার স্বামী মাইকেল বার্নেসের সেল ফোনে ভিডিওটি দেখে পুলিশ। এরপরই শিশুর অযত্ন এবং তাকে প্রাণঘাতী অস্ত্র নিয়ে খেলতে দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের এ দম্পতিকে পুলিশ গ্রেফতার করে। ভিডিওতে দেখা গেছে, শিশুটি ৪০ ক্যালিবারের একটি পিস্তল নিয়ে বিছনার ওপর বসে খেলছে। আর বাবা-মা শিশুটিকে পিস্তল মুখে ঠেকিয়ে মুখ দিয়ে গুলির আওয়াজ করতে বলছে। এক পর্যায়ে শিশুটিকে ব্যাং, শুট! পু! শব্দ করতে শোনা যায় এমনকি পিস্তলের নল তার মুখে পুরতেও দেখা যায়। গত বৃহস্পতিবার পুলিশ ইন্ডিয়ানার ইভান্সভিল থেকে মাইকেল বার্নেসকে গ্রেফতার করে। বার্নেসের বিরুদ্ধে অন্য একটি অভিযোগ তদন্তের এক পর্যায়ে তার মোবাইলে ওই ভিডিও দেখতে পায় পুলিশ।