স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাসকররায় তিন তাড়িখোরকে আটক করে গলায় তাড়ির ভাঁড় ঝুলিয়ে গ্রাম ঘুরিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে খাসকররা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসাই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিশ্চিন্দিপুর গ্রামের মাঠে বিলেরধার থেকে কুতুবুল, শ্রী গোবিন্দ লাল ও অধির বাবুকে তাড়ি খাওয়ার সময় আটক করে। পরে তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
গ্রামবাসীসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার খাসকররা বাজারপাড়ার মনোয়ার হোসেনের ছেলে কুতুবুল হোসেন, পার্শ্ববর্তী হরিণাকুণ্ডু উপজেলার শুড়াগ্রামের কুন্দো লালের ছেলে গোবিন্দ লাল ও আনন্দ লালের ছেলে অধির লালকে আটক করে খাসকররা ফাঁড়ি পুলিশ। পরে তাদের গলায় তাড়ির ভাড় ঝুলিয়ে গ্রামে ঘুরিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে তারা তাড়ির ব্যবসা ও খাওয়া বন্ধে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।