বেগমপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গত শনিবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। জালাল উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

গতকাল রোববার দুপুর ২টার দিকে হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জালাল উদ্দিনের লাশে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী ও গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইনের এসআই হাবীবের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুন উজ্জামান, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, ডেপুটি কমান্ডার মোস্তাক খান, উপজেলা কমান্ডার আ.শু বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, দুখি মণ্ডল, আনারুল ইসলাম, ডাক্তার নুরুল ইসলাম, লাল মোহাম্মদ, আবুল কাশেম, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছলিম উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ। গার্ডঅব অনার এবং জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়