বার ভবন থেকে গুলিভর্তি পিস্তল উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের বিচারকক্ষ থেকে বোমা উদ্ধারের পর এবার বার ভবন থেকে গুলি ভর্তি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সমিতির এনেক্স ভবনের তৃতীয় তলার একটি টয়লেট থেকে পাঁচ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় ওই রিভলবার উদ্ধার করা হয়। পুলিশের এসআই শেখ সিরাজুল ইসলাম জানান, ওই পিস্তল ও গুলির মালিক ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেকেন্দার আলী। গত ৩ জানুয়ারি পাশের টয়লেট থেকেই তার অস্ত্র খোয়া যায়। এর আগে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ৯ নম্বর কক্ষের পর এবার অ্যানেক্স ভবনের ১৭ নম্বর কক্ষে বোমাসদৃশ দুটি বস্তু পাওয়া যায়। তারও আগে বেলা পৌনে দুটোর দিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৯ নম্বর কক্ষে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গিয়েছিলো। আইনজীবী মাসুদ হোসেন দোলন সাংবাদিকদের জানান, বিকেল সোয়া চারটার পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি ওই কক্ষে একটি বই পড়ে থাকতে দেখেন। এরপর তিনি বইটি নাড়াচাড়া করতে গিয়ে ভেতরে বোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান। এর আগে রোববার দুপুরে এনেক্স ভবনের ৯ নম্বর বিচারকক্ষের ভেতরে আইনজীবীদের বসার বেঞ্চে বইটি পাওয়া যায় বলে সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুন্নাহার জানিয়েছেন। বইয়ের ভেতরে কেটে কৌশলে বসানো ককটেল পাওয়ার পর বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।