স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিপ্লব গোস্বামী মাদকব্যবসায়ী রহমত আলীকে (২৪) দু বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচশ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল রোববার আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত রহমত আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নর আকন্দবাড়িয়া গ্রামের মৃত মুনসুর আলী ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৭ ডিসেম্বর দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন এএসআই মাহফুজুর রহমান রহমত আলীকে দর্শনা রেলবাজারের জামালের ভাংড়ির দোকানের সামনে থেকে ফ্রেশ পানির দু বোতলে ৪ লিটার বাংলামদসহ আটক করেন। এ ঘটনায় বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় গতকাল রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ (সংসোধনী/০৪) এর ২২(গ) ধারায় দোষী সাব্যস্থ করে দু বছরের সশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রকারাদণ্ড আদেশ দেন।