চুয়াডাঙ্গায় বড় ভাইয়ের দা’র কোপে ছোট ভাই মৃত্যুশয্যায়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বড় ভাই লুলু মিয়ার ধারালো দা’র কোপে গুরুতর জখম হয়েছেন ছোট ভাই মন্টু। গতকাল রোববার সকাল ৯টার দিকে আলমডাঙ্গার হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছোট ভাই মন্টুকে (৩৬) মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এজমালি জমির গাছগাছালি কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে এলাকাসূত্রে জানা গেছে। ঘটনার পর বড় ভাই লুলু মিয়া আত্মগোপন করেন বলে গ্রামবাসীরা জানায়।