সরোজগঞ্জ প্রতিনিধি: মাগুরার শ্রীপুর থানা ও সরোজগঞ্জ ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রতাব চন্দ্র শাহ হত্যামামলার আসামি মাগুরার শ্রীপুরের নোহাটা গ্রামের খোকনকে সরোজগঞ্জ বাজারের শলক মার্কেটের ছেলুনের দোকান থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে মাগুরার শ্রীপুর থানার এসআই লিটন সরকার ও এএসআই আশরাফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সেকেন্দার আলীর সহযোগিতায় সরোজগঞ্জ শলক মার্কেটে অভিযান চালিয়ে মাগুরার শ্রীপুরের থানার গাদিপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রতাব চন্দ্র শাহ হত্যামামলার প্রধান আসামি মাগুরা শ্রীপুর থানার নোহাটা গ্রামের মৃত মুনতাজ আলী মোল্লার ছেলে খোকনকে (৪০) গ্রেফতার করেন।