জীবননগর ব্যুরো: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুরে পিতা-পুত্রকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পিতা মিজানুর রহমান সরকার (৫৫) ও ছেলে অভি (২৬) আহত হয়েছেন। আহত অভির পেটে গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থা সঙ্কটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছেন। তাদেরকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর হাসপাতালে রেফার করা হয়েছে। গতকাল শনিবার মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের মিজানুর রহমান সরকার ও তার ছেলে অভি পদ্মপুকুর ডিগ্রি কলেজ মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী তাদেরকে লক্ষ্য করে পর পর ৩ রাউন্ড গুলি করে। একটি গুলি মিজানুর রহমানের হাতে ও অপর গুলিটি অভির পেটে বিদ্ধ হয়। তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে অভির অবস্থার উন্নতি না হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর হাসপাতালে রেফার করেন। কারা এবং কী কারণে তাদেরকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।