বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি মেডিকেল টিম এখন হারদী হাসপাতালে

 

আলমডাঙ্গা ব্যুরো: ত্রিশোর্ধ্ব বিবাহিত মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম এখন আলমডাঙ্গার হারদী হাসপাতালে অবস্থান করছে।

জানা গেছে, বর্তমানে মহিলাদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ জরায়ু ও স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। ত্রিশোর্ধ্ব বিবাহিত মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার শনাক্ত ও চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ক্যান্সার বিশেষজ্ঞ মহিলা ডাক্তারদের একটি টিম হারদী হাসপাতালে অবস্থান করছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত এ টিম বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে। এ টিমটি ক্যান্সার নির্ণয় ছাড়াও ভবিষ্যতে ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে কি-না সে মতামত দিচ্ছে বলে জানানো হয়েছে।