খাদিমপুর প্রতিনিধি: গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাহেদুজ্জামান টরিকের সহযোগিতায় খাদিমপুর ইউনিয়নের ছাত্রছাত্রীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাছাই পরীক্ষায় খাদিমপুর ইউনিয়নে ৯০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা তালিকায় ২৩ জনকে বৃত্তি প্রদান করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। পরীক্ষা পরিচালনা করেন বিক সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান। উপস্থিত ছিলেন সোহাগ হোসেন রাজিবসহ পাঁচ কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।