গাঁজা সেবনের দায়ে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে একজনের জেল

 

মেহেরপুর অফিস: ভ্রাম্যামাণ আদালতের একটি টিম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক সাধু ফকিরের ১৫ দিনের জেল দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার শাহিনুজ্জামান ওই রায় দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামের জৌলুস খানের ছেলে আবু তাহের ফকিরকে (৫৮) গাঁজা সেবনের অপরাধে ১৫ দিনের জেল দেয়া হয়। এ সময় আবু তাহের ফকির বিচারকের সামনে তওবা করেন এবং বলেন, গত ৪০ বছর ধরে গাঁজা সেবন করে আসছি। জীবনে আর গাঁজাসেবন করবো না। এর আগে সকালে তাকে শ্যামপুর গ্রাম থেকে গাঁজাসেবন করা অবস্থায় সদর থানা পুলিশ আটক করে।