স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কলেজপাড়ার অবসরপ্রাপ্ত তহশিলদার হাজি আবু তাহের ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজেউন)। গতরাত সাড়ে ৮টার দিকে তাকে আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাড. আ.স.ম আব্দুর রউফের পিতা। আজ শনিবার সকাল ১১টায় আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে।
হাজি আবু তাহের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। জেলা কৃষকদল নেতা অ্যাড. আ.স.ম আব্দুর রউফের পিতার মৃত্যুতে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, হাজি আবু তাহের ছিলেন জাতীয়তাবাদী শক্তির প্রেরণা।