স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার অনুষ্ঠিতব্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) বিভিন্ন পদের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ব্যাপারে জানানো হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা আজ ৯ জানুয়ারি শুক্রবার হওয়ার কথা ছিলো। পরীক্ষার জন্য ঢাকার মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নির্ধারণ করা হয়েছিলো। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় অনুষ্ঠিতব্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।