মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে অনন্য এক কীর্তি গড়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের কোনো ব্যাটসম্যানের এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক হয়েছেন তিনি। ৭ উইকেটে ৫৭২ রান তুলে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করার পর সিডনিতে বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে ভারত ৫ উইকেটে ৩৪২ রান করে। ভারতকে লড়াইয়ে রাখতে তৃতীয় দিনের খেলা শেষে ১৪০ রান করে অপরাজিত আছেন কোহলি। এ রান করার পথেই অনন্য কীর্তিটি গড়েন ভারতের অধিনায়ক। এরই মধ্যে এ সিরিজে ৬৩৯ রান তুলে ফেলেছেন কোহলি। এর আগে ২০০৩-০৪ মরসুমে ৪ ম্যাচে ৬১৯ রান করা রাহুল দ্রাবিড়ই ছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ইংল্যান্ডের ওয়াল্টার হ্যামন্ডের। ১৯২৮-২৯ সালে ৫ ম্যাচে ৯০৫ রান করেছিলেন তিনি। সিডনি টেস্টের প্রথম ইনিংসের শতক কোহলির নামটি বসিয়ে দিয়েছে কিংবদন্তি সুনীল গাভাস্কারের নামের পাশে। এক সিরিজে চারটি শতক কোহলির আগে ভারতের এ সাবেক অধিনায়কের একার ছিলো।