খবর:(জীবননগরের আন্দুলবাড়িয়ায় জমির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ)
একেক জনার থাকতে মাথায় ঘাড়
কেউ দেবে না কোনো রকম ছাড়
ভাঙে ভাঙুক কপাল-মাথার হাড়
সবটুকু চায় একাই গোপালভাঁড়।
জমির কাছে নেই জীবনের দাম
মরার আগেও তাই নিয়ে যায় ঘাম
জমির পরে আসে খোদার নাম
গোপালভাঁড়ের কেবলই বদনাম।
দান খয়রাত করছো গরু-মোষ
জমির জন্য শুনছে মানুষ ফোঁস
দিচ্ছে খেতো জর্দা পোলাও গোশ
গোপালভাঁড়ের যত্তো রকম দোষ।
Ñআহাদ আলী মোল্লা